logo
news image

ভারতে জাককানইবির লোককইন্যা রূপবান

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
পশ্চিমবঙ্গের নাট্য সংগঠন রবীন্দ্র নগর নাট্যায়ুধ আয়োজিত ‘দমদম আন্তর্জাতিক নাট্য উৎসব ২০১৯’ এ অংশ নিচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘লোককইন্যা রূপবান’।
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ উৎসব চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। দমদমের অজিতেশ মঞ্চে উৎসবের তৃতীয় দিন (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রযোজনায় নাটক ‘লোককইন্যা রূপবান’ মঞ্চস্থ হবে।
নাটকটির নির্দেশনা দিয়েছেন বিভাগের প্রভাষক ড. কামাল উদ্দীন। নির্দেশক জানান, আবহমান বাংলার জনপ্রিয় লোক কাহিনী রহিম-রূপবান কাহিনীর ছায়াবলম্বনে ‘লোককইন্যা রূপবান’ নির্মিত হয়েছে। এখানে প্রথমত জীবন যৌবনের দ্বান্দ্বিকতায় পড়ে রূপবান তার আপন যৌবনকে বিসর্জন দিয়ে জীবনকে জয়ী করেছিল। মুনীর অভিশাপে বারো বছরের রূপবান বারো দিনের রহিমকে বিয়ে করে বারো বছর নির্বাসনে কাটায়। যৌবনপ্রাপ্ত রহিম তাজেলের প্রেমে পড়ে রূপবানকে ছেড়ে চলে যেতে চায়। অন্তর জ্বালায় ভেঙ্গে পড়ে রূপবান। পরক্ষণে রহিম বিবাহিত জেনে তাজেল তাকে প্রত্যাখ্যান করে।
তিনি আরও জানান, রহিমের আত্মোপলব্ধির বীজ রোপিত হয়, অতঃপর রূপবানের সাথে আত্মিক সম্পর্ক গড়তে চায়। কিন্তু রূপবানের যৌবন রহিমকে ক্ষমা করতে পারে না। সে নিজেকে একজন মানুষ হিসেবে আবিষ্কার করে। ঐতিহ্যের ধারা বর্ণনা, নৃত্য, গীত, বাদ্য, অভিনয় ইত্যাদি লোককইন্যা রূপবান নাট্যের অপরিহার্য আঙ্গিক রূপে বিবেচিত হয়েছে।
নাট্য উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান, জৈব ও জৈব-প্রযুক্তি মন্ত্রী শ্রী ব্রাত্য বসু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যজন শ্রী প্রবীর গুহ, শ্রী অশিস চট্টোপাধ্যায়, শ্রী অভি চক্রবর্তী প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top