logo
news image

গুরুদাসপুরে সেপাক টাকরো জাতীয় সুপার সিরিজ চ্যাম্পিয়নশীপ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)।  ।  
দেশের ১০টি জেলা নিয়ে নাটোরের গুরুদাসপুরে শুরু হয়েছে নতুন এক খেলা সেপাক টাকরো জাতীয় সুপার সিরিজ চ্যাম্পিয়নশীপ। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় খুবজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত খেলায় জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজের সভাপতিত্বে বক্তব্য দেন, এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবেদা খাতুন, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বাংলাদেশ সেপাক টাকরো এস্যোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুলসহ অন্যান্যেরা।
জাতীয় চ্যাম্পিয়নশীপের এই খেলায় ঢাকা, চট্টগ্রাম, সাতক্ষীরা, খুলনা, নীলফামারী, সিরাজগঞ্জ, রাজবাড়ি, রাজশাহী, বগুড়া এবং স্বাগতিক নাটোর জেলা দল অংশগ্রহন করছে। উদ্বোধনী দিনের খেলায় স্বাগতিক নাটোরের সাথে লড়াই হয় খুলন জেলা দলের। এই খেলা অনেকটা ভলিবলের মতো হলেও হাতের স্পর্শ ছাড়াই খেলতে হয় এটি। ১৯৮২সালে এশিয়ান গেমস সেপাক টাকরো খেলা প্রথম সংযোজন হয়। এরপর ২০০৯সালে বাংলাদেশে খেলাটি চালু হয়। আগামী দিনের এই খেলাটি পরিচিত করতে নাটোর জেলার পাশাপাশি সারা দেশে স্কুল টর্নামেন্ট সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের কথা জানান এস্যোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক ঢালী।

সাম্প্রতিক মন্তব্য

Top