লালপুরে আদিবাসী পল্লীতে গৌরীপূজা উদযাপিত
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)। ।
নাটোরের লালপুর উপজেলার আদিবাসী পল্লীতে তিন দিন ব্যাপী গৌরীপূজা উদযাপিত হয়েছে।
লালপুর উপজেলার বড় বাহাদুরপর ও কচুয়া আদিবসী পাহাড়িয়া সম্প্রদায়ে এই পূজা উদযাপিত হয়। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) এই পূজা শেষ হয়েছে।
জানা গেছে, প্রতিবছর নবান্নের শুরুতে আদিবসী সম্প্রদায় সৃষ্টিকর্তাকে শরন করতে এই গোরী দেবীর পূজা আর্চনা করে থাকে ও সকলের মঙ্গলকামনায় পশু বলি দেওয়া হয়। পূজার শেষের দিনে তারা বড় ধরনের খাবারের আয়োজন করে এবং পশুর রক্ত পানের মাধ্যমে পূজা সমাপ্ত হয়।
সাম্প্রতিক মন্তব্য