logo
news image

বাগাতিপাড়ায় ২৭তম একুশের বই মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)।  ।  
নাটারের বাগাতিপাড়ায় আমরা ক’জন স্পোটিং ক্লাব এর আয়োজনে ২৭তম অমর একুশের বই মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিন ব্যাপি মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লেখক গবেষক ও মহামান্য রাষ্ট্রপতির সাবেক ডেপুটি সেক্রেটারি ড. মোহাম্মদ আমীন। আমরা ক’জন স্পোটিং ক্লাবের সভাপতি তৌফিকুর রহমান শ্রাবন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ক্লাবের সাধারন সম্পাদক  সঞ্জয় মুখার্জ্জীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম, আমরা ক’জন স্পোটিং ক্লাব এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্যমল কুমার রায়, মেলা কমিটির আহব্বায়ক মুস্তাফিজুর রহমান শফিক প্রমুখ। মেলায় মোট ৪২ টি স্টল স্থান পেয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top