logo
news image

এমপিওভুক্তির দাবীতে নাটোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
এমপিওভুক্তির দাবীতে নাটোরে নন এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন মানববন্ধন করেছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। মানববন্ধনকালে বক্তব্য রাখেন নন এমপিও সকল শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের জেলা শাখার সভাপতি প্রভাষক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম সাঈদ, সহ-সভাপতি সাজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচি ও পরে অনশন, মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। ২০১৮ সালের ৫ জানুয়ারী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষা সচিব সোহরাব হোসাইন ও প্রধানমন্ত্রীর দপ্তরের একান্ত সচিব তাদের জানান যে প্রধানমন্ত্রী তাদের দাবী মেনে নিয়েছেন। দীর্ঘদিন ধরে দাবী আদায়ের আন্দোলনের পরেও এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী বিনা বেতনে কঠোর পরিশ্রম এবং মানবেতর জীবন যাপন করছে। তারা দ্রুততম সময়ে সকল ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে এমপিওভুক্তির দাবী জানান।

সাম্প্রতিক মন্তব্য

Top