logo
news image

আজ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সাড়ে চারশ' কোটি বছরের চেনা চাঁদটি অচেনা রূপে হাজির হতে যাচ্ছে।  আলোয় উদ্ভাসিত নয়, তামার মতো রক্তিম দেখাবে চাঁদটিকে। স্বমহিমায় মধ্যগগনে অধিষ্ঠিত হবে এটি, অন্যদিনের তুলনায় আয়তনে ও আলোয় বেড়ে যাবে। যাকে বিজ্ঞানীরা বলে থাকেন, 'সুপার মুন'।
‘সুপার ব্লাড মুন' দেখার সৌভাগ্য হবে বাংলাদেশ থেকেই। আজ পৃথিবীর আকাশে দেখা মিলবে এই পূর্ণ চাঁদের, যা এ বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে ২ লাখ ২১ হাজার ৭৩৪ মাইল (৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম) দূরত্বে অবস্থান করবে। এই সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত হওয়ায় এ চাঁদকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে। এ ছাড়া এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়।
বাংলাদেশ থেকে সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে এই সুপারমুন দেখা যাবে। সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময় হলো চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই। সুপার মুনের ঔজ্জল্য থাকে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি।

সাম্প্রতিক মন্তব্য

Top