logo
news image

মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারী গ্রেফতার ও দ্রত বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান

পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যায় জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতার ও  দ্রুত বিচারের দাবীতে স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়েছে। শনিবার মুক্তিযোদ্ধা সংসদ ঈশ্বরদী ইউনিট কমান্ডের পক্ষ হতে প্রধানমন্ত্রী বরাবরে প্রেরীত স্মারকলিপির অনুলিপি পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফকে প্রদান করা হয়। কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা চান্নার নেতৃত্বে এসময় ফজলুর রহমান ফান্টু, আব্দুল খালেক, আব্দু হাই চৌধুরী মঞ্জু, শামসুল ইসলাম পান্না, মাহমুদুল হাসান বুলবুল, মিজানুর রহমান, মোশতাক আহমেদ, সেকেন্দার আলী, আনোয়ার হোনে রুমি প্রমূখ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এসময় এমপি শরীফ, প্রকৃত খুনিদের চিহ্ণিত করতে পুলিশের পাশাপাশি সকলকে তৎপর হওয়ার আহব্বান জানিয়ে বলেন, ঈশ্বরদীতে এটাই প্রথম মুক্তিযোদ্ধা হত্যার ঘটনা ঘটলো। স্বাধীনতা সংগ্রামে রূপপুরবাসীর গৌরাবজ্জল ভুমিকা রয়েছে। এই গ্রামেই রয়েছে সর্বাধিক সংখ্যক মুক্তিযোদ্ধা। আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার জন্য প্রশাসনকে আরো তৎপর হওয়ার জন্য তিনি এসময় নির্দেশ প্রদান করেন।

এসকেকে/ ঈশ্বরদী।২.০৯পিএম১৬-২-১৯

সাম্প্রতিক মন্তব্য

Top