logo
news image

চলে গেলেন বরেণ্য কথাসাহিত্যিক শফীউদ্দীন সরদার

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
বরেণ্য কথাসাহিত্যিক এবং সাবেক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অধ্যক্ষ শফীউদ্দীন সরদার (৯০) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের শুকুলপট্টির (সরদার মঞ্জিল) নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে ৪ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
এদিকে, কথা সাহিত্যিক শফীউদ্দিন সরদার এর মৃত্যুতে নাটোরের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শফীউদ্দিন সরদার জানুয়ারী মাসের শেষ দিকে ফুসফুস ও কিডনীর জটিলতায় আক্রান্ত হলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ১০ দিন তিনি আইসিইউতে চিকিৎসারত ছিলেন। অধ্যক্ষ শফীউদ্দীন সরদারকে গত সোমবার ভোরে তাঁর নিজ বাড়ি নাটোর শহরের শুকুলপট্টির ‘সরদার মঞ্জিল’ এ নিয়ে আসা হয়।
অধ্যক্ষ শফীউদ্দীন সরদার, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গ বিজয় থেকে শুরু করে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসসহ ১৭টি পৃথক উপন্যাসের মাধ্যমে তুলে ধরে জাতির জন্য ব্যাপক অবদান রেখেছেন। এছাড়া তিনি ঐতিহ্যবাহী সংগঠন ‘সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠান’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top