logo
news image

অনুকাব্যের জনক দন্ত্যস রওশনের যত বই

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক।  ।  
বেশ কয়েক বছর আগে নিয়মিতভাবে বের হতো আমলকি নামে একটি কবিতাপত্র। এখন অনিয়মিত। ( সম্পাদক: খোকন কোড়ায়া / সাইদুজ্জামান ) সেখানেই মূলত অণুকাব্যের জন্ম। অনূর্ধ আট লাইনের কবিতা ছাপা হতো আমলকিতে।
কিন্তু দন্ত্যস রওশন লিখতেন চার লাইনের কবিতা।
আগুন লেগেছে
আগারগাঁয়
জল ঢালো কেন
আমার গায়।
আমলকীর এ কবিতাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। উচ্চারিত হতে থাকে মানুষের মুখে মুখে। অণুকাব্যের শুরুটা এমনই।
নামকরণ:
প্রথম আলোর বিদ্রূপ ম্যাগাজিনের নাম ছিল ‘আলপিন’। আলপিনে প্রায় নিয়মিত ছাপা হতো
চার লাইনের কবিতা। দন্ত্যস রওশন এই চার লাইনের কবিতার নাম দেন অণুকাব্য।
সেই থেকে শুরু…। এখন তাঁকে অণুকাব্যের জনক বলা হয়।
অণুকাব্য
ছোট বলে এর নাম অণুকাব্য। অণুকাব্যে থাকে ব্যঙ্গ-বিদ্রূপ হাস্যরস প্রেম।
দন্ত্যস রওশন ঠাট্টা-কৌতুক করে মূলত চার লাইনে মূল বক্তব্য উপস্থাপনের চেষ্টা করেন।
দন্ত্যস কেন
আসল নাম সাইদুজ্জামান রওশন। সাইদুজ্জামানের স-কে বানান করে লেখা হয় দন্ত্যস। বাকিটা থেকে যায় আগের মতোই। হয়ে যায় দন্ত্যস রওশন।
শুরুটা ফান করে। তবে এ নামটাই স্থায়ী রূপ নেয়। সাইদুজ্জামান রওশন নামেও লেখালেখি করেন।
২০১৯ সালের বই:
১. ধন্যবাদ শৈশব \ শৈশব স্মৃতি \ অনন্যা \ প্যাভেলিয়ন- ১
২. ছোট রাজা \ রূপকথা \ সময় প্রকাশন \ প্যাভেলিয়ন- ৭
৩. পিঁপড়ের পিঠে চড়ল হাতি \ শিশু-কিশোর গল্প \ অনুপম প্রকাশনী \ প্যাভেলিয়ন-৯
৪. বাঘ এলো বিলটুদের বাসায় \ শিশু-কিশোর গল্প \ পাঞ্জেরী \ প্যাভেলিয়ন- ১৭
৫. আমাদের বাসায় ভূতে এসেছে \ শিশু-কিশোর গল্প \ বাংলা প্রকাশ
৬. একাত্তর দাদু \ শিশু-কিশোর গল্প \ চন্দ্রাবতী \ স্টল- ২৩০
৭. নির্বাচিত অণুকাব্য \ জার্নিম্যান বুকস\
৮. আবির ও শালিক ছানা \ বাবুই \ এক গল্পের বই \ স্টল- ৬৪৫
বিগত বছরের বইগুলো:
৯. তুই কি পারবি \ শিশু-কিশোরদের গল্প \ বিদ্যা প্রকাশ ২০১৮
১০. উড়ে গেল গাছটা \ শিশু-কিশোর গল্প \ সময় প্রকাশন ২০১৮
১১. পরিদের নাচের টিচার \ শিশু-কিশোর গল্প \ অ্যাডর্ন পাবলিকেশন \ ২০১৮
১২. ওল্ড হোম ও টুসির প্রেম \ বড়দের উপন্যাস \ অনন্যা \ ২০১৮
১৩. মায়ের জন্য রোবট \ বড়দের গল্প \ কাকলী \ ২০১৮
১৪. সারপ্রাইজ \ শিশু-কিশোর গল্পের বই \ অনন্যা \ ২০১৮
১৫. অস্থির (অণুকাব্য) \ জাগৃতি \ ২০১৮
১৬. ডানামেলা কৈশোর \ ছোটদের উপন্যাস \ অনন্যা \ ২০০৮
১৭. নোটুর সেভেনটি ওয়ান \ মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস \ বিদ্যাপ্রকাশ \ ২০১৩
১৮. একটি এলিয়েন পরিবার \ কিশোর উপন্যাস \ মাওলা ব্রাদার্স \ ২০১৫
১৯. আমি উধাও \ অণুকাব্য \ শিকড় \
২০. ভালোবাসা হয়না বাসি (অণুকাব্য) \ বিদ্যা প্রকাশ \ ২০০৭
২১. বুবন বাসায় একা ছিল যখন \ শিশু-কিশোর গল্পের বই \ বিদ্যাপ্রকাশ \ ২০১০
২২. তৌরিন এখন কুংফু শেখে \ শিশু-কিশোর গল্প\ সময় প্রকাশ \ ২০১০
২৩. আমাদের অদ্ভুদ বাসা \ আফসার ব্রাদার্স \ কিশোর উপন্যাস \ ২০১৬
২৪. ছুটি আপু \ কিশোর উপন্যাস \ বাংলাদেশ শিশু কেন্দ্র \ ২০০৩
২৫. সাধুর পাখিরা \ শিশু-কিশোর গল্প \ কাকলী\ ২০১৫
২৬. তারুণ্যে অরণ্যে \ ভ্রমণ কাহিনী \ অন্য প্রকাশ \ ২০১২
২৭. ক্যাম্পসের কবি \ বড়দের গল্প \ বিদ্যাপ্রকাশ \ ২০১২
২৮. ভূত দা গ্রেট \ শিশু-কিশোর গল্প \ বিদ্যাপ্রকাশ \ ২০১৫
২৯. ভূত নিবাস \ কিশোর উপন্যাস \ সূচীপত্র \ ২০১৫
৩০. কবিতার চেয়ে কলম বড় \ অণুকাব্য \ জাগৃতি \
৩১. ফেলটুস অথবা ফেলুবাবু \ শিশু-কিশোর গল্প\ অনন্যা \ ২০১০
৩২. একটি হলুদ নিমপাতা \বড়দের অণুগল্প \ সময় প্রকাশন \ ২০১৬
৩৩. গাছটিতে কোনো ফ্যান নেই \ শিশু-কিশোর গল্পের বই \ অনন্যা \ ২০১৫
৩৪. ফোনটা ভিনগ্রহে চলে যায় \ শিখা প্রকাশনী \ ২০১৫
৩৫. গাধার পিঠে রাধা \ অণুকাব্য \ সময় প্রকাশন \ ২০০৬
৩৬. মনবাড়ি \ উপন্যাস \ জনান্তিক \
৩৭. লিপং \কিশোর উপন্যাস \ শিকড় \ ২০০১
৩৮. মা বক ও দুটি বাচ্চা \ ছোটদের গল্প \ পাঠসূত্র \ ২০০৯
৩৯. মাইনাস সাইনাস \ অণুকাব্য \ বিদ্যা প্রকাশ \ ২০০৯
৪০.মনবাড়ি \ উপন্যাস \ জনান্তিক \ ২০০১
৪১. নোটুমুদ্দির ভূতের গাড়ি \ উপন্যাস \ বিদ্যা প্রকাশ \ ২০১১
৪২. অপু ও পরি \ ছোটদের বই \ শৈশব প্রকাশ \ ২০১৭
৪৩. আমার বন্ধুর বোন \ উপন্যাস \ অনন্যা \ ২০১১
৪৪. ক্ষুদে গোয়েন্দা \ উপন্যাস \ অনন্যা \ ২০১০
৪৫. আয়শার একদিন \ এক গল্পের বই \ রুম টু রিড \ ২০১২
৪৬. অনেক রকম মাইশা \ এক গল্পের বই \ ঘাস ফড়িং \ ২০১৭
৪৭. খিচখিচি পাংকুয়া \ উপন্যাস \ পার্ল পাবলিকেশনস \ ২০০১
৪৮. মাইকেলের সাইকেল \ শিশু-কিশোর গল্পের বই \ বিদ্যা প্রকাশ \ ২০১০
৪৯. পরের চশমা নিজের আখি \ অণুকাব্য \ জনান্তিক \ ২০১০
৫০. রবি কেন জঙ্গলে যায় \ কিশোর গল্পের বই \ ঐতিহ্ন \ ২০০৮
৫১. ভূতম্যান \ শিশু-কিশোর গল্পের বই \ পাঞ্জেরী \ ২০১৮
৫২. সাদা বকের গল্প \ এক গল্পের বই \ শৈশব প্রকাশ \ ২০১৭
৫৩. আয়শার হাতিগুলো \ ঘাসফড়িং
৫৪. টবেমবম \ কিশোর উপন্যাস \ মাওলা ব্রাদার্স
৫৫. লালবাতি \ অণুকাব্য \ জাগৃতি
সম্পাদিত ও সংকলিত
৫৬. ১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি \ আফসার ব্রাদার্স
৫৭. পা ভাঙা চড়ুই \ কবিতা \ সময় প্রকাশন \ ২০১০
৫৮. দন্ত্যস রওশনের শ্রেষ্ঠ অণুকাব্য \ সময় প্রকাশন
৫৯. দিনগুলি রাতগুলি \ গল্প \ ঐতিহ্য \ ২০১০
৬০. রং সাইড\ অণুকাব্য\ পাঠক সমাবেশ \
৬১. ছোট চাচুর আজব আংটি \ চার কিশোর উপন্যাস\ সময় প্রকাশন
৬২. অণুকাব্যের ইংরেজি অনুবাদ \ একাই একশো \ শব্দশৈলী \ ২০১৪
৬৩. গুণ্টার গ্রাস সংকলন \ শিকড় \ ২০০৫

সাম্প্রতিক মন্তব্য

Top