বড়াইগ্রামে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে উপজেলা পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রাথমকি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, শিক্ষা অফিসার আকলিমা খানম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সহকারী শিক্ষা অফিসার ঝর্ণা মন্ডল, সমন্বয়কারী ঈমান আলী পাটোয়ারী প্রমূখ। প্রতিযোগিতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে মৌখাড়া ইসলামীয়া মহিলা ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে বনপাড়া এসআর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইন্সটিটিউট এবং প্রাথমিক পর্যায়ে মালিপাড়া সরকারী প্রাথমকি বিদ্যালয় চ্যাম্পিয়ান হয়েছে। এসকল প্রতিষ্ঠান জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
সাম্প্রতিক মন্তব্য