logo
news image

আফরোজা নিঝুমের ইফি-দ্য লাভ চাইল্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
ইফি, ছয় বছরের ছোট্ট একটি ছেলে। পোর্ট ফিলিপ বে’র শহর মেলবোর্নে সিঙ্গেল প্যারেন্ট মায়ের কাছে যার বেড়ে ওঠা। যার পুরো পৃথিবী কেবল মা কিন্ত কল্পনার রাজ্যজুড়ে সবটাই বাবা। ইফির বন্ধুদের বাবারা তাদের জীবনের সুপার হিরো অথবা সুপারম্যান। কিন্ত ইফি জানে না কে তার বাবা, দেখতে কেমন। তার ষষ্ঠ জন্মদিনের উপহার হিসেবে মায়ের কাছ থেকে চেয়ে নেয় বাবার ছবি। তারপর শুরু হয় পোর্ট ফিলিপ বে’র তীর জুড়ে তার হারিয়ে যাওয়া বাবাকে খুঁজে ফেরা।
 অরনিলা আহমেদ, প্রথম যৌবনের অঙ্কুরিত ভালবাসা ইশতিয়াক আনাম ইফানকে খুঁজে পেয়ে জড়িয়ে পড়ে এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে। তাদের প্রগাঢ় ভালবাসায় জন্ম নেয় এক শিশু, যার পরিচয় পত্র শুধুই ভালবাসা।
 ছয় বছরের এক শিশুর তার অদেখা বাবার প্রতি ভালবাসার মনস্তাত্ত্বিক জটিলতা এবং আরনিলা, ইফানের ভালবাসার টানাপোড়নের গল্প ইফি-দ্য লাভ চাইল্ড।
ইফি কি খুঁজে পাবে তার হারিয়ে যাওয়া বাবাকে?
অরনিলা-ইফান কি ধরে রাখতে পারবে অপ্রত্যাশিত সময়ের অনাকাঙ্ক্ষিত ভালবাসার প্রগাঢ়তা? জানতে পড়ুন ইফি-দ্য লাভ চাইল্ড।
উপন্যাসঃ ইফি-দ্য লাভ চাইল্ড
লেখকঃ আফরোজা নিঝুম
প্রচ্ছদঃ ধ্রুব এষ
প্রাপ্তিস্থানঃ বইপত্র প্রকাশন, স্টল নং ৩৭৬-৩৭৭

সাম্প্রতিক মন্তব্য

Top