logo
news image

রশীদ হারুনের সময় ভেসে যায় বৃষ্টির জলে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
এই সময়ের অন্যতম গীতিকবি জি এম হারুন রশিদ (রশিদ হারুন)। কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘সময় ভেসে যায় বৃষ্টির জলে’ জাতীয় গ্রন্থমেলা উপলক্ষে বাজারে এসেছে। গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। গ্রন্থে মোট ৯৩টি কবিতা স্থান পেয়েছে। এসব কবিতায় প্রেম, বিরহ, অভিমান ও দ্রোহ উঠে এসেছে। মেলার অন্বয় প্রকাশের ২৬৬ স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর আগে গত একুশের গ্রন্থমেলায় আফসার ব্রাদার্স প্রকাশনী থেকে প্রকাশ হয় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ভাল থেকো মনোলীনা’। ‘ভাল থেকো মনোলীনা’ নামে একটি আবৃত্তি এ্যালবাম বাজারে এসেছে। বিমিউজ প্রেজেন্ট ‘ভাল থেকো মনোলীনা’ এ্যালবামে আবৃত্তি করেছেন অসীম হক ও আফরোজা বুলবুল। আবৃত্তি এ্যালবামের আবহসঙ্গীত নির্মাণ করেছেন শেখ মিলন। এছাড়া কবির একটি গানের এ্যালবামও বাজারে রয়েছে।
কবি রশীদ হারুন একজন স্বনামধন্য সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক কর্মী। তার পিতা মোঃ দেলোয়ার হোসেন, মাতা সাজেদা বেগম। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। শাবিপ্রবির ইতিহাসে প্রথম ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখালেখির শুরু। স্ত্রী ডাঃ মাসুমা আকতার। দুই সন্তানের জনক। ছেলে রুদ্র ও মেয়ে রোদসীকে নিয়ে তার সুখের সংসার। কাব্যচর্চার স্বীকৃতিস্বরূপ কবি রশীদ হারুন ‘মৌলিক কমিউনিকেশন গুণীজন সম্মাননা-২০১৮’ পেয়েছেন। কবি রশীদ হারুনের জন্য অনেক অনেক শুভ কামনা।

সাম্প্রতিক মন্তব্য

Top