logo
news image

ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা সেলিম হত্যার ঘটনায় নিন্দা ও শোক

আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান শরীফ তীব্র নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার রাতে তাঁর ঈশ্বরদীস্থ বাসভবনে তিনি বলেন, সেলিম ছিলেন একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক রাজনীতিক। দেশপ্রেম এবং দলের জন্য নিবেদিত হয়ে ত্যাগ স্বীকার করে যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন, সেলিম তাদের উৎকৃষ্ঠ উদাহরণ। সকল অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ এবং পাকশী ও রূপপুরবাসীর মর্যাদাকে সমুন্নত করার কাজে নিবেদিত এই বীর ছিলেন দীর্ঘদিন হতে এলাকার মানুষের অত্যন্ত সুপরিচিত ও শ্রদ্ধার পাত্র । শোকবার্তায় সাংসদ শরীফ মহান মুক্তিযুদ্ধে মোস্তাফিজুর রহমান সেলিমের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
জনাব শরীফ বীর মুক্তিযোদ্ধা সেলিমকে গুলি করে জঘণ্য হত্যাকান্ডের ক্ষোভ প্রকাশ করেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত প্রকৃত আসামী গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিযেছেন। এসময় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top