logo
news image

বাগাতিপাড়ায় বাল্য বিয়ে না করার শপথ চারশ’ কিশোরীর

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের চারশ কিশোরী বাল্য বিয়ে না করার শপথ নিল। সোমবার সকালে উপজেলার কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইউএনও নাসরিন বানু তাদের শপথ বাক্য পাঠ করান। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (স্থানীয় সরকার ও জাইকা) এর আওতায় সক্ষমতা বৃদ্ধি উপ-প্রকল্প বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা, বাল্য বিয়ে ও যৌতুক নিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি মূলক এক কিশোরী সমাবেশে আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। ইউএনও নাসরিন বানু’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউএইচএফপিও ডা. আমিনুল ইসলাম, ওসি সিরাজুল ইসলাম শেখ পিপিএম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, ইউজিডিপি এর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস।

সাম্প্রতিক মন্তব্য

Top