logo
news image

পুলিশ পদক পাচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য এসপি আলমগীর কবীর

নিজস্ব প্রতিবেদক।  ।  
অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দায়িত্বশীল পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলা মূলক আচরণের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: আলমগীর কবীর পরাগকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদক ভূষিত করায় জেলা পুলিশ, রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে মঙ্গলবার (২৯ জানুয়ারি) ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মো: জুনায়েত কাউছার।
এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিশেষ শাখার পক্ষ থেকে ডিআইও-১ এ কে নজিবুল ইসলাম, কোতয়ালী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মীর জাহিদুল হক রনি, কাউখালী থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ মো: মনজুর আলম, ট্রাফিক বিভাগ এর পক্ষ থেকে টিআই নীতি বিকাশ দত্ত ও টিআই মো: ইসমাইল, আরআই পুলিশ লাইন্স এর পক্ষ থেকে মো: সাহাব উদ্দিন দেলোয়ার, রিজার্ভ অফিস এর পক্ষ থেকে আরও-১ হাসানুর রহমান, পলওয়েল পার্ক এর পক্ষ থেকে মো: মিজানুর রহমান, মোটরযান শাখার পক্ষ থেকে মো: ছামছুজ্জোহাসহ রাবার বাগান পুলিশ ক্যাম্প ইনচার্জ, বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মানিকছড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ।
নাটোর জেলার লালপুরের কৃতী সন্তান এসপি আলমগীর কবীর পরাগকে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 

সাম্প্রতিক মন্তব্য

Top