logo
news image

বাগাতিপাড়ায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা জিমনেসিয়ামে বাছাইকৃত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম, জিগরী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কৈপুকুরিয়া উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান। কুইজ প্রতিযোগিতা শেষে দুপুরে ‘বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বী। বিশেষ অতিথি ছিলেন বাগাতিপাড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব আহাদ আলী। এতে কি-নোট উপস্থাপন করেন প্রভাষক জাকির হোসেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম এর চমকপ্রদ সঞ্চালনায় অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে। এতে বিচারকের দায়িত্বে ছিলেন মৎস্য অফিসার অহেদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মাজদার আলী এবং সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া।

সাম্প্রতিক মন্তব্য

Top