logo
news image

নাটোরে পুলিশ সার্ভিস সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদক
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ সার্ভিস সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ও পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের নেতৃত্বে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর সদর থানা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল হাসনাতসহ পুলিশ কর্মকর্তারা।
এ সময় বক্তারা বলেন ,পুলিশ জনগনের সেবক। কোন মতেই যেন সাধারণ মানুষ পুলিশের সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে সকল পুলিশ সদস্যের খেয়াল রেখে কাজ করে যেতে হবে। নাটোরকে মাদক, সন্ত্রাস ওদাদন মুক্ত করতে হবে। এছাড়াও কোন পুলিশ সদস্যর দ্বারা সাধারণ মানুষ যেন কোন ধরনের হয়রানীর শিকার না হয় সে বিষয়েও দৃষ্টি দিতে হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top