logo
news image

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সদস্য সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩৫ তম বার্ষিক সদস্য সভা  শনিবার সকালে সমিতির সদর দপ্তর নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে স্থাণীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সভার উদ্বোধন করেন।
সমিতির সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সমিতি বোর্ডের কোষাধ্যক্ষ মর্জিনা খাতুন সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোমীনুল ইসলাম। সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কোষাধ্যক্ষ মজির্না খাতুন। বিআরইবি চেয়ারম্যানের বাণী পাঠ করেন রাজশাহী  অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী এনামুল হক।
 এ সময় আরো উপস্থিত ছিলেন সমিতি পরিচালনা বোর্ড সভাপতি সোহরাব হোসেন, এলাকা পরিচালক জহুর আহমেদ, ওয়াছেক আলী সোনার, ফাদার বিকাশ হিউবার্ট রোজারিও, আনোয়ারুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার গুরুদাস পুর মহিতুল ইসলাম, বড়াইগ্রাম আওয়ামীলীগ সভাপতি আব্দুল জলিল প্রামানিক, বড়াইগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাংবাদিক সাইফুর রহমান, আব্দুল কাদের সজল।
কোষধ্যক্ষ মর্জিনা খাতুন তার প্রতিবেদনে জানান, নাপবিস-২ এর ২০১৭-১৮ অর্থ বছরে মোট আয় হয়েছে ১৩৫ কোটি ০৫ লক্ষ ৮০ হাজার ৩৭০ টাকা, ব্যয় হয়েছে ১৪৫ কোটি ১৭ লক্ষ ৭৩ হাজার ৯৫ টাকা। ঘাটতি রয়েছে ১০ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৭২৫ টাকা। 
উল্লেখ্য, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি -২ ১৯৮০ সালে উপজেলার বনপাড়ায় প্রতিষ্ঠার পর এপর্যন্ত  ৪ হাজার ২ শত ৮৯ কিলিমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৬টি বড়াইগ্রাম, গুরুদাসপুর, লালপুর, বাঘা, চারঘাট ও বাগাতিপাড়া উপজেলায় ৩ লক্ষ ২৩ হাজার ৯ শত ১৩ জন বিভিন্ন শ্রেনীর গ্রাহক সংযোগ প্রদান করা হয়েছে।

সাম্প্রতিক মন্তব্য

Top