logo
news image

সিরাজগঞ্জ ডিসির কাব্যগ্রন্হ জল জ্যোৎস্না যমুনা-র প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ।  ।  
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা'র দ্বিতীয় কাব্যগ্রন্হ "জল জ্যোৎস্না যমুনা'র প্রকাশনা উৎসব শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে আলোচনাকরেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব ও আধুনিক বাঙালীর কবি কামাল চৌধুরী। সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ টি এম সোহেল।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ।
বইটির প্রকাশ করেছে আগামী প্রকাশনী ওসমান গণি, প্রচ্ছদে ছিলেন চারু পিন্টু।   এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরিচালক ড. শামসুুল আরেফীন, শিক্ষাবিদ ও গবেষক ড এম আব্দুল আলীম, কবি ও সমালোচক সৈয়দ জাহিদ হাসান, সচিব সাধারন অর্থনৈতিক বিভাগের পরিকল্পনা বিভাগ শামীমা নারগিস, কবি মোহন রায়হান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দীন পবলু, এ্যাডঃ বিমল কুমার প্রমুুখ। স্বাগত বক্তব্য রাখেন, স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নূর শামসুজ্জামান। অনুষ্ঠানে মনোমুুগ্ধকর আবৃত্তি, সংগীত ও শিশুদের নৃত্য পরিবেশন করা হয়েছে। অনুুষ্ঠানটি পরিচালনা করেন, কবি নূরনবী খান জুয়েল।

সাম্প্রতিক মন্তব্য

Top