logo
news image

মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে চাই-এমপি বকুল

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
“খুনের রাজনীতি আমি পছন্দ করি না। তবুও দু্ই জন ব্যক্তি ইতোমধ্যেই খুন হয়েছে। ‍পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। খুনি যেই হোক না কেনো তার ছাড় নেই। এ জনপদের প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে চাই। অস্বাভাবিক মৃত্যু আমি-আপনার কারো কাম্য হতে পারে না।  বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নাটোরের লালপুরে পাকা সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বকুল এমপি এ কথা বলেন।
প্রধান অতিথি বক্তব্যে আরো বলেন, চাদাবাজ ও মাদক ব্যবসায়ীর কোন স্থান এ এলাকায় হবে না। যারা মাদক ব্যবসা করেন তারা পেশা পরিবর্তন করুন, নইলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে আপনাদের। কোন প্রকার চাদাবাজি করা যাবে না। বিকল্প অনেক কর্ম আছে করুন, নিজেকে সমাজের চোখে খারাপ করবেন না। আমি আপনাদের স্বাভাবিক জীবনযাপনে সাহায্য করবো।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর শুকচাঁদ আলীর মোড় হতে বোয়ালিয়াপাড়া পর্যন্ত আড়াই কিলো মিটার সড়কটির উদ্বোধন করা হয়। সড়কটি নির্মানে ২০১৭-১৮ অর্থ বছরে বরাদ্দকৃত অর্থে ব্যয় হবে এক কোটি ৬৪ লাখ ১১ হাজার ৯৩২ টাকা।
কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল আলম প্রমূখ।

সাম্প্রতিক মন্তব্য

Top