logo
news image

বাউয়েটে ইইই বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাউয়েট, নাটোর।  ।  
বুধবার (২৩ জানুয়ারি) নাটোরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের স্কাইলাইট হলে ইইই বিভাগের উদ্যোগে ‘Impact of Electric Vehicles on Electricity Demand and Distribution: Challenges and Opportunities’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
অস্ট্রেলিয়ার ম্যাকুইয়ারি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন সেমিনারে মূল প্রেজেন্টশন উপস্থাপন করেন। সেমিনারে তিনি বিদ্যূৎ চালিত যানবাহনের সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনাসমূহ তুলে ধরেন। এছাড়া উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়াশুনার জন্য ছাত্র-ছাত্রীদের করণীয় সমূহ সুন্দরভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, অন্যান্য বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। সেমিনারের শুরুতে স্বাগত ভাষণ দেন বিশ^বিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আকরামুল আলীম। সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ মাহমুদুল হাসান।

সাম্প্রতিক মন্তব্য

Top