logo
news image

লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের শিক্ষকদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ সোমবার (২১ জানুয়ারি) শুরু হয়েছে।
উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বে-সরকারী সংস্থা সেবী'র সহযোগীতায় এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সেবী রিসোর্স সেন্টারের পরিচালক সোনিয়া হাসান।
প্রশিক্ষন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সেবী'র প্রেসিডেন্ট ডঃ ইখতেখার রহমান, ভাইস প্রেসিডেন্ট সালমা আলম, জাহানা-লতিফুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিনা মোস্তফা, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন ভান্ডারী, ওয়াহেদুজ্জামান সরকার, আসলাম উদ্দিন প্রমুখ।
নাটোর ও রাজশাহী জেলার ১১টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮৭জন শিক্ষক এ প্রশিক্ষনে অংশ গ্রহণ করছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top