logo
news image

বড়াইগ্রামে এমপি আব্দুল কুদ্দুসকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে ওই সংর্বধান দেওয়া হয়। 
পরে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস পরিষদ মিলনায়তনে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এবং একই সাথে মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করেন। এসময় ত্রান  তহবিল থেকে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত শুকনা খাবার বিভিন্ন এতিম খানায় বিতরণ করেন। বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি কর্তৃক আয়োজিত সংবর্ধনায় অংশ গ্রহণ করেন। পরে সেখানে পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top