logo
news image

বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নে স্থাণীয় ২৮ জন নারী সমাজসেবীদের নিয়ে দিনব্যাপি ল্যাট্রিন উৎপাদন ও ব্যবহারে দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাশের সহযোগিতায় এসডিসি সামষ্টিক প্রকল্পের আওতায় বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর আয়োজন করে।
গতকাল রোববার স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরী ও ব্যবহার নিশ্চিত করণের জন্য ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কেএম আজিজুল ইসলাম। প্রশিক্ষণের উদ্বোধন করেন মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম। 
ইউনিয়ন পরিষদ মিলনায়নতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ ইব্রাহিম, বিএফএ মইনুল ইসলাম, এএসএও মোহাম্মদ সেলিম, এসডিসি সমষ্টিক প্রকল্পের মাঠ সহায়ক ওহিদুর রহমান প্রমূখ।
মআকস

সাম্প্রতিক মন্তব্য

Top