logo
news image

প্রাথমিক বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৮ এর ফলের ভিত্তিতে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। আগামী ৩ বছর বৃত্তি সুবিধাভোগ করবে এসব মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত এই তিনি বছর বৃত্তির সুবিধা পাবেন তারা। আগামী মার্চে প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।
জানা গেছে, মেধাবৃত্তিপ্রাপ্ত ৩৩ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসে ৩০০ টাকা দেবে সরকার। আর বার্ষিক হারে প্রত্যেক শিক্ষার্থীকে ২২৫টাকা করে দেয়া হবে। অপরদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থীর প্রত্যেককে মাসিক ২২৫টাকা হারে বৃত্তি দেয়া হবে। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের বার্ষিক ২২৫টাকা দেয়া হবে বলে জানিয়েছে সূত্র।
২০১৮-২০১৯ অর্থ বছরের রাজস্ব খাতভুক্ত এ বৃত্তির টাকা চলতি অর্থবছরের বৃত্তি/মেধাবৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। 

সাম্প্রতিক মন্তব্য

Top