logo
news image

বড়াইগ্রামে শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)।  ।  
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জানুয়ারি) সকালে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াছেক আলী সোনার। সভায় উপজেলার ৪৪টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র অধ্যাপক কেএম জাকির হোসেন। অন্যদের ,মধ্যে বক্তৃতা করেন গুরুদাসপুর উপজেলা কমিটির সভাপতি রেজাউল করিম, বড়াইগ্রাম কমিটির সম্পাদক মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক সামছুর রহমান শাহীন, সরওয়ার হোসেন পিঞ্জু, রেজাউল করিম, আব্দুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মাহতাব আলী প্রমূখ। অনুষ্ঠানে সমিতির জন্য স্থায়ী গঠনতন্ত্র পাঠ ও অনুমোদন করা হয়।

সাম্প্রতিক মন্তব্য

Top