বাগাতিপাড়ায় পাওয়ার ট্রলি উল্টে আহত ২
নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া (নাটোর)। ।
নাটোরের বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবাহী পাওয়ার ট্রলি উল্টে চালকসহ দুই জন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলার মাছিমপুর গ্রামের মজনু মিয়া এবং সহযোগি কৃষ্ণপুর গ্রামের আসাদুল। শনিবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় নাটোর-বাগতিপাড়া সড়কের কাকফো পুরাতন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা জানান, নাটোরের জংলী গ্রামের এমএমটি ইট ভাটা থেকে ইট বোঝাই করে বাগাতিপাড়ার একডালার শলইপাড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কাকফো পুরাতন পাড়া এলাকায় একটি বাঁশের ভ্যানগাড়িকে পাশ কাটাতে গিয়ে পাওয়ার ট্রলির চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে উল্টে যায়। এতে তারা দুজন আহত হন।
সাম্প্রতিক মন্তব্য