logo
news image

লালপুরে নির্মাণ শ্রমিকদের র‌্যালী ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) লালপুর উপজেলা কমিটির আয়োজনে নির্মাণ শ্রমিকদের দাবী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলার আটটিকা মোড়স্থ উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বেরিলাবাড়ী জামতলা মোড় হয়ে পাইকপাড়া সেন্টার প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন লালপুর উপজেলা কমিটির সভাপতি আসতুল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরাঞ্চল নিউজ২৪ ডটকমের সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসেন, সাবেক সেনা সদস্য আলহাজ্ব সোলায়মান হোসেন ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন লালপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হযরত আলী, দুড়দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ সম্পাদক নাদিম মোস্তফা প্রমুখ।

সাম্প্রতিক মন্তব্য

Top