logo
news image

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত উত্তর লালপুর গ্রামের বজলুর রশিদের স্ত্রী গৃহবধূ বুলু খাতুন (৪২) বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লালপুর-গোপালপুর সড়কের শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামের সামনে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে বুলু খাতুন (৪২), তার স্বামী বজলুর রশিদ (৫০) ও অজ্ঞাত একজন আহত হয়।
গুরুতর অহতাবস্থায় গৃহবধূ বুলু খাতুনকে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে সিএনজি দুটি উদ্ধার করে লালপুর থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূ বুলু খাতুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার। এ ঘটনায় সিএনজি দুটি উদ্ধার করে লালপুর থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top