লালপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরন
নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)। ।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের দেড়'শ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নিজ অর্থায়নে সোয়েটার বিতরন করেছন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান, দুপুর ১২ টার সময় অনুষ্ঠিত সোয়েটার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান, মঞ্জিলপুকুর কৃষি ও কারিগরি মহাবিদ্যালয়ের অ্যধক্ষ সাইফুল ইসলাম, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন ভান্ডারী, ওয়াহেদুজ্জামান সরকার, আসলাম উদ্দিন, বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাপ্তাহিক লালপুর বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, উত্তরাঞ্চল নিউজ ২৪ এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সাম্প্রতিক মন্তব্য