logo
news image

নারায়ণগঞ্জ পুলিশের মাসিক সভা ও বিদায় অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ।  ।  
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মাসিক কল্যাণ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার)। এ সময় তিনি অফিসার ফোর্সের সমস্যার কথা শোনেন ও সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। এ সময় জেলার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ সকল স্তরের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশের দীর্ঘ কর্মমূখর জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে অসংখ্য কর্মদিনের স্মৃতি বিজড়িত বাংলাদেশ পুলিশের সু-উজ্জ্বল অঙ্গন ছেড়ে আজ বিদায় নিচ্ছেন মোঃ আব্দুর রশিদ, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার)। পুলিশ পরিবারের প্রতিটি সদস্যের নিকট বিষয়টি বেদনাবহ। বিদায় বেলায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জসহ উর্ধতন পুলিশ কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top