logo
news image

শুক্রবার দিল্লির নিজ কার্যালয়ে বৈঠক করছেন মোদি

ভারতীয় প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন ৪ বিচারপতি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সঙ্গে বৈঠকে বসেছেন।

শুক্রবার দিল্লির নিজ কার্যালয়ে এ বৈঠক করছেন মোদি। এর আগে সকালে সংবাদ সম্মেলন ডেকে প্রধান বিচারপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন ভারতের সুপ্রিম কোর্টের চার বিচারপতি।

রাজধানী দিল্লিতে বিচারপতি জে চেলামেশ্বরের বাড়িতে ডাকা ওই সংবাদ সম্মেলনে বিচারপতি কুরিয়ানা জোসেফ, বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি মদন লোকুর উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের অস্তিত্ব সঙ্কটের আশঙ্কা প্রকাশ করে বিচারপতি জে চেলামেশ্বর বলেন, ‘এখন রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে প্রধান বিচারপতিকে ইমপিচ করা উচিৎ কিনা।’

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, দীর্ঘদিন ধরে ভারতীয় বিচার বিভাগে দুর্নীতি ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে চাপা অসন্তোষ চলছিল। এবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক অনিয়ম নিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্রের দিকে অভিযোগ তুললেন চার বিচারপতি।

বিচারপতিরা দাবি করেন, দেশের শীর্ষ আদালতের প্রশাসনিক ক্ষেত্রে নানা অনিয়ম চলছে। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতিকে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তা বুঝতে চাননি তিনি।

এদিকে প্রধান বিচারপতির বিরুদ্ধে এভাবে অভিযোগ তোলা ভারতের বিচার বিভাগের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম।

সাম্প্রতিক মন্তব্য

Top