logo
news image

বড়াইগ্রামে রহস্যজনক আগুনে পুড়লো সরকারী খামারের আখ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম নাটোর
নাটোরের বড়াইগ্রামের সরকারী ভবানীপুর ইক্ষু খামারে রহস্যজনক আগুনে সাত একর জমির আখ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, খামার কর্তৃপক্ষ নিজেরাই আগুন দিয়ে আখ পুড়িয়ে দিয়েছে। প্রতি বছরই রহস্যজনকভাবে এ খামারে আগুন লাগলেও এর কারণ উদঘাটন হয় না। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন খামার ইনচার্জ মাহবুব ইসলাম। 
জানা যায়, নর্থবেঙ্গল সুগার মিলের আওতাভূক্ত এ খামারের ১৯ নং ব্লকে প্রায় ২০ একর জমিতে আখ রয়েছে। এখানে পাহারা দেয়ার জন্য দু’জন পাহারাদারও রয়েছেন। মঙ্গলবার বিকালে জমির মাঝখানে আগুন দেখতে পাওয়া যায়। তবে যেখানে আগুন লেগেছে স্বাভাবিক ভাবে সেখানে আগুন লাগার কোন কারণ নেই বলে জানিয়েছেন স্থানীয়রা। 
তবে ইনচার্জ মাহবুব ইসলাম বলেন, দুপুরে কে বা কারা আখ ক্ষেতে আগুন দিয়েছে। সেখানে শ্রমিকসহ প্রায় ৫০ জন লোক উপস্থিত ছিল। কে কিভাবে আগুন দিল তা বলা যাচ্ছে না। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হবে। 
লালপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রুহুল আমিন বলেন, খামারের মাঝখানে আগুন লাগানো হয়েছে। লালপুর এবং বড়াইগ্রাম ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কর্তৃপক্ষের সাথে কথা বলে জানানো হবে।

সাম্প্রতিক মন্তব্য

Top