logo
news image

ভেড়ামারায় মাটির গন্ধে ভেজা কাব্যের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ভেড়ামারা (কুষ্টিয়া)।  ।  
কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের হলরুমে সোমবার (১৪ জানুয়ারি) ভেড়ামারা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলহাজ্ব আব্দুল গফুর সরকারের 'গন্ধে ভেজা' কাব্যের মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুলবারী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গন্ধে ভেজা কাব্যেও লেখক ও ভেড়ামারা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলহাজ্ব আব্দুল গফুর সরকার। বক্তব্য রাখেন, পাকশী কলেজের সাবেক অধ্যাপক খালেকুজ্জামান, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান শামিম, প্রভাষক আনিছুর রহমান, একাদশ শ্রেনীর ছাত্রী অন্যন্যা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, ভেড়ামারা কলেজের প্রভাষক এস এম গোলাম ফিরোজ।

সাম্প্রতিক মন্তব্য

Top