logo
news image

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হারুন অর রশীদ আর নেই

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর)।  ।  
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী, নাটোরের লালপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুহঃ হারুন অর রশীদ (৮৬) আর নেই। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। উপজেলার দুড়দুড়িয়া গ্রামের বাসিন্দা মৃত মাছিম উদ্দিন আহমেদের ছেলে হারুন অর রশীদ দীর্ঘ দিন প্রোষ্টেট ক্যান্সারে ভূগছিলেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। নিজ বাসভবন চত্বরে বাদ এশা জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তাঁর ছেলে খাদ্য বিভাগের কর্মকর্তা আলাওল কবির শাহীন জানান, ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে ঢাকার বাইরে একমাত্র হারুন অর রশীদ দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে বিএনপির বিচারপতি আব্দুস সাত্তার ও আওয়ামী লীগ থেকে প্রার্থী ছিলেন ড. কামাল হোসেন। এর আগে ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ গণবাহিনী নামে একটি রাজনৈতিক দল গড়ে তোলেন। যার প্রতীক ছিল দোয়াত কলম। আর্থিক দৈন্যতার কারনে তিনি দলের কার্যক্রম বেশী দিন পরিচালনা করতে পারেন নি। বর্তমানে তার আট সন্তান প্রকৌশলী, সরকারী কর্মকর্তাসহ স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত।

সাম্প্রতিক মন্তব্য

Top