logo
news image

সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
জেলা প্রশাসনকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, মাদক-চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এজন্য প্রশাসনের সবাইকে আন্তরিক হয়ে কাজ করতে হবে।
রোববার (১৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারী উচ্চারণ করেন।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, পুলিশ সুপার সাইফুল্লাহ-আল-মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।
এ সময় বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top