logo
news image

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্রেন ভেঙ্গে ৩ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা)।  ।  
পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙ্গে পড়ে ৩ জন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছে ইব্রাহিম (৩৫), দানিস মিঞা (৩০) ও ওয়াসীম (৩২)। গুরুতর আহত ইব্রহিমকে রাজশাহী মেডিক্যেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহত অপর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ তাসকিন তামান্না নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে প্রকল্পের পারমাণবিক চুল্লির সন্নিকটে ১০০ টনের একটি ক্রেণ নির্মাণ কাজে নিয়োজিত ছিল। হঠাৎ করেই এই ক্রেণটির বোমা ভেঙ্গে গেলে ড্রাম ট্রাকের উপর ছিঁড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহতরা ওখানেই কাজ করছিল। ক্রেণটি ছিঁড়ে পড়লে কর্মরত ইব্রাহিম, দানিস ও ওয়াসীম আহত হয়। আহতদের দ্রুততার সাথে ঈশ্বরদী হাসপাতালে আনা হয়।
প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দস ক্রেন ভেঙ্গে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top