logo
news image

গুরুদাসপুরে খো-খো ও সেপাক টাকরো খেলা

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর (নাটোর)।  ।  
নাটোরের গুরুদাসপুরে উপজেলা প্রশাসনের আয়েজনে ভারতের জাতীয় খো-খো খেলা ও থাইল্যান্ডের জাতীয় খেলা সেপাক টাকরো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রী পরিষদের অতিরিক্ত সচিব সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা প্রশাসক শাহরিয়াজ,অতিরিক্ত জেলা প্রশাসক ড.রাজ্জাকুল ইসলাম, গুরুদাসপুর উপজেলা নিবার্হী অফিসার মনির হোসেন প্রমুখ।
খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন গুরুদাসপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক মো.মিজানুর রহমান।
পরে প্রধান অতিথি খুবজিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে দুইটি টেবিল টেনিস খেলার সামগ্রী প্রদান করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top