logo
news image

নাটোরে কালের কণ্ঠের ১০ জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, নাটোর।  ।  
নাটোরে কালের কণ্ঠের ১০ জন্মদিন উপলক্ষে র‌্যালী, কেক কেটে জন্মদিনের উদ্বোধন করাসহ সুবিধা বঞ্চিত পথ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে একটি র‌্যালী স্টেশন এলাকা পরিদর্শন শেষে পথ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নকলি স্কুলে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কালের কণ্ঠ শুভ সংঘ নাটোর শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৈকতের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, দুপ্রক নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার, যুগ্ম সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শুভ সংঘের নাটোর শাখার সাধারণ সম্পাদক সুস্ময় কুমার তন্ময়। সভায় বক্তারা উত্তরোত্তর কালের কণ্ঠের সমৃদ্ধি কামনা করে আরো বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে জন্মদিনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেও হাতে পুরুস্কার ও জেলা প্রসাসনের সহায়তায় দরিদ্র পথ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ। এ সময় আমন্ত্রিত অতিথি বৃন্দ ও গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক মন্তব্য

Top