logo
news image

বড়াইগ্রামে পৃথকভাবে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম (নাটোর)।  ।  
নাটোর বড়াইগ্রামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পৃথকভাবে পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ৯ ঘটিকার দিকে বনপাড়া বাইপাস চত্বরে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মোড়ালে পুষ্পস্তবক অর্পন এবং সারাদিন ব্যাপি মাইকে বঙ্গবন্ধুর ভাষন প্রচারের মাধ্যমে দিবসটি পালন করেছে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কুদ্দুস প্রেস, সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, প্রচার সম্পাদক আব্দুল বারেক, সদস্য ওয়াজেদ আলী সোনার, বড়াইগ্রাম পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, বনপাড়া পৌর ছাত্রলীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ।  
অপরদিকে দুপুর ১২টার দিকে জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসেন সরকারের সঞ্চালনা এবং জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ চাঁদ মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারি।  
প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারন করে আগামীতে আরো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে শপথ গ্রহন করেছি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, মাঝগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন মোল্লা, চান্দাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ, বনপাড়া পৌর শাখার সাবেক প্যানেল মেয়র আব্দুস সোবাহান প্রাং, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকআবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।  

সাম্প্রতিক মন্তব্য

Top