logo
news image

বাঘায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী)।  ।  
রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু সৈনিকলীগ কার্যালয়ে দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চলনা ও দলের সিনিয়ার সহ-সভাপতি আজিজুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাক্ষ নছিম উদ্দিন, অধ্যাপক মজিবুর রহমান ও সিরাজুল ইসলাম মন্টু।
এ ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা খাতুন লতা, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুজ্জামান সাইদ, আড়ানী ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর,  বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১০ জানুযারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এ দিন ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং তার পর দিল্লি­ হয়ে ঢাকায় ফিরেন। বাংলাদেশ-সহ পৃথিবীর ইতিহাসে তাঁর নাম স্বর্ণ অক্ষরে লিখা থাকবে। সব শেষে  জাতীর পিতা-সহ তার পরিবারের প্রতি সম্মান জানিয়ে দোয়া অনুষ্ঠিত হয় ।
এ দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঘা ও আড়ানী পৌরসভাসহ ৭ ইউনিয়ন আওয়ামী লীগের  সভাপতি সম্পাদক  এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাম্প্রতিক মন্তব্য

Top