logo
news image

গার্মেন্ট শ্রমিকদের মজুরী কমবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
তৈরী পোষাক শিল্পের শ্রমিকদের জন্য ঘোষিত নতুন মজুরী কাঠামোর বেসিক হোক কিংবা গ্রস হোক কোন গ্রেডের মজুরি কমবে না। দু"তিনটি গ্রেডে কিছুটা অসামঞ্জস্যতা পাওয়া গেছে, কমিটি গঠন করে চলতি মাসের মধ্যে মজুরি সমম্বয় করা হবে। আগামীকালই শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির জরুরী বৈঠকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈঠকে বাণিজ্য মন্ত্রী বলেন, যারা তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা এখাতের ভাল তার না। তারা ট্রেডের বন্ধু না। তিনি বলেন, এক'শ ভাগ বিশ্বাস করি চলতি মাসের মধ্যে মজুরি নিয়ে ভুল বুঝাবুঝির সমাধান হবে। এর পরও বিশৃঙ্খলার অপচেষ্টা হলে তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেয়া হবে। তৈরি পোশাক শিল্পে কোন প্রকার নৈরাজ্য বরদাস্ত করা হবে না।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের নিজেদের ভাল নিজেদের বুঝতে হবে। মালিক পক্ষের পাঁচজন, শ্রমিক পক্ষের পাঁচজন, শ্রম সচিব, বাণিজ্য সচিব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধির সমন্ময়ে কমিটি গঠন করা হবে।
শ্রমিক নেতৃবৃন্দ গত কয়েকদিনের নৈরাজ্যের তীব্র নিন্দা জানান।তাঁরা নৈরাজ্য করে দাবী আদায়কে তাঁরা সমর্থন করেন না।
বৈঠকে সংসদ সদস্য আব্দুস সালাম মু্রশিদী, শ্রম মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. মফিজুল ইসলাম,ঢাকা মেট্টপলিটান পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন, শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম, বিজিএমইএ এর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম, জাতীয় গারমেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমরুল ইসলাম আমিন, বাংলাদেশ টেস্কটাইল গারমেন্টস শ্রমিক ফেডারেশন এর সভাপতি মো. মাহবুবুর রহমান ইসমাইলসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক মন্তব্য

Top