logo
news image

দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করলেন এসপি

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।  ।  
দিনাজপুরে শীতার্ত মানুষের উপকারে কাজ করার মধ্যে যেমন আত্মতৃপ্তি আছে, তেমনি এর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার নৈকট্যও লাভ করা যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সে কাজটিই করে যাচ্ছে। জাতির জনক যেভাবে শিশুদের প্রতি ভালোবাসা প্রদর্শন করতেন, এ সংগঠনটির নেতৃবৃন্দও তেমন ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন। আমাদের সকলেরই উচিৎ এমন ভালোবাসা দিয়ে সকলকে শীতের কষ্ট থেকে মুক্তি দেয়া। যার যার ব্যাক্তিগত সামর্থ আছে, তাদের ব্যাক্তিগতভাবেই পাশ্ববর্তী অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আর যার সামর্থ একটু কম, তাদের এ ধরণের জনহীতকর সংগঠন বা প্রতিষ্ঠানে টাকা দিয়ে সম্মিলিত প্রচেষ্টায় অংশ নেয়া জরুরী। এটি সচেতনভাবে আমাদের করা উচিত। শীতের তীব্রতায় অসহায় মানুষ কষ্ট নিবারনে আমাদের একটু সচেতনতাই যথেষ্ট হতে পারে।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (৮ জানুয়ারি) দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে স্টেশন রোডস্থ দারুল হাদীস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম উপরোক্ত কথাগুলো বলেন।  
অনুষ্ঠানটির উদ্বোধন করেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সিনিয়র সাধারণ সম্পাদক ও মুখপাত্র প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কারপ্রাপ্ত শিশু সংগঠক মনিরুজ্জামান জুয়েল। দিনাজপুর জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর শিশু একাডেমীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, জেলা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার
সাধারণ সম্পাদক আবুল কাশেম লিটন প্রমূখ। জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সুব্রত চক্রবর্তী পাপ্পা, মাজেদুর রহমান, জয়ন্ত ঘোষ, আতিক, আবুল কালাম প্রমূখ। আলোচনা সভা শেষে স্টেশন রোডস্থ দারুল হাদীস রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ কম্বলপ্রাপ্ত শিশু-কিশোরদের সাথে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

সাম্প্রতিক মন্তব্য

Top