logo
news image

নলডাঙ্গায় জেলা প্রশাসকের একদিন

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা (নাটোর)।  ।  
নাটোরের নলডাঙ্গা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
মঙ্গলবার (৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম, নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) উজ্জুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী মন্ডল, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, ব্রহ্মপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, মাধনগর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল, উপজেলা কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন-অর-রশিদ, বিশিষ্ট সমাজ সেবক ইয়াছিন-উর-রহমান প্রমুখ।
এছাড়া নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়, নলডাঙ্গা থানা, নলডাঙ্গা উপজেলা ভুমি অফিস,  ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ, ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয়, ব্রহ্মপুর ইউনিয়ন ভুমি পরিদর্শন এবং এতিম খানার শিশুদের শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ। 

সাম্প্রতিক মন্তব্য

Top