logo
news image

নাটোর-১ আসনের এমপি বকুলকে মন্ত্রী হিসেবে চান এলাকাবাসী

মো. মঞ্জুরুল আলম মাসুম, নিজস্ব প্রতিবেদকঃ
১৯৭৩ পরবর্তী ৪৬ বছর পর নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টিকারী শহিদুল ইসলাম বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী। যদিও ইতোপূর্বে আওয়ামীলীগ নেতা মরহুম মমতাজ উদ্দিন তৃতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং দশম সংসদে বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ এমপি নির্বাচিত হয়েছিলেন। আর ১৯৭৩ সালে বাগাতিপাড়া অংশটি নাটোর সদরে সাথে যুক্ত আসনে আওয়ামীলীগের এ্যাড. সাইফুল ইসলাম এবং লালপুর অংশটি চারঘাট-বাঘার সাথে যুক্ত আসনে আওয়ামীলীগের প্রার্থী ডা. আলাউদ্দিন বিজয়ী হয়েছিলেন। তবে লালপুর-বাগাতিপাড়া নিয়ে গঠিত আসনে এই প্রথমবারের মত জনগনের প্রত্যক্ষভোটে আওয়ামীলীগের প্রথম এমপি হিসেবে শহিদুল ইসলাম বকুল নির্বাচিত হয়েছেন। এক সময়ের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে সদ্যসমাপ্ত নির্বাচনে ২ লাখ ৪৬ হাজার ১৪০ ভোট পেয়ে এবার আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল বিজয়ী হয়ে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে প্রমাণ করেছেন। এবারের উদ্যমী মন্ত্রী পরিষদে দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সুধীমহল ও সাধারণ ভোটাররা শহিদুল ইসলাম বকুল এমপিকে মন্ত্রী হিসেবে দেখতে চান। বাগাতিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন বলেন, নাটোর-১ আসনের সর্বস্তরের জনগনের প্রাণের দাবি একজন মন্ত্রী। নাটোর জেলার সব উপজেলা থেকে মন্ত্রী হলেও মন্ত্রী বঞ্চিত উপজেলা বাগাতিপাড়া থেকে নির্বাচিত আওয়ামীলীগের প্রথম এমপিকে এবার মন্ত্রী করার দাবি উঠেছে। আমরা বাগাতিপাড়া ও লালপুরবাসী প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা রাখি এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগের একজন পরীক্ষিত ত্যাগী সৈনিক এমপি বকুলকে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে দেখতে চাই।

সাম্প্রতিক মন্তব্য

Top