logo
news image

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের বিধিমালা অনুযায়ী প্রথমে নিজে শপথ গ্রহণ করেন এবং শপথ বইয়ে স্বাক্ষর করেন।
স্পিকার পরে জাতীয় সংসদের শপথগ্রহণ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
এরপর পৃথক অনুষ্ঠানে জাতিয় পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বিকল্পধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, জাতিয় পার্টি (মঞ্জু) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণ শেষে সকলে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালন করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
বেলা ১১টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি গোলাপি এবং ধূসর রংয়ের জামদানী শাড়ি পরিধান করে শপথ কক্ষে প্রবেশ করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন গত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের ২৯৮টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সম্বলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।
জাতীয় সংসদের মোট ৩শ’ আসনের মধ্যে ২৯৯টি আসনে গত রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে নির্বাচনে অংশগ্রহণকারী এক প্রার্থীর মৃত্যুর কারণে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
নির্বাচনের দিন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হওয়ায় ঐ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি।
নির্বাচনের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ ২৫৯, হুসেইন মোহাম্মদ এরশাদ নেতৃত্বাধীন জাতিয় পার্টি ২০, বিএনপি ৫, ওয়াকার্স পার্টি ৩, জাতীয় সমাজতান্ত্রিক দল ২, বিকল্পধারা বাংলাদেশ ২ এবং তরিকত ফেডারেশন একটি আসনে জয়লাভ করে।
এছাড়া, গণফোরাম ২, আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতিয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থীগণ ৩টি আসনে জয়লাভ করে।
সাধারণত নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে।

সাম্প্রতিক মন্তব্য

Top