logo
news image

এমপিও শিক্ষকদের ডিসেম্বর মাসের এমপিওর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
স্কুল ও কলেজ শিক্ষকদের ডিসেম্বর (২০১৮) মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক মঙ্গলবার (১ জানুয়ারি) ছাড় হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে।
শিক্ষক-কর্মচারীরা ৮ জানুয়ারি পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো: শফিকুল ইসলাম সিদ্দিকি এ তথ্য নিশ্চিত করেছেন।
আদেশের স্মারক নম্বর ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৩.২০১৮/০১/৪
এ দিকে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর-২০১৮ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক বুধবার (২ জানুয়ারি) ছাড় হয়েছে।
শিক্ষকরা নিজ নিজ এ্যাকাউন্ট থেকে ১০ জানুয়ারি পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন। স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.১৮-১১, ১২, ১৩, ১৪।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও)  মো: জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক মন্তব্য

Top