logo
news image

অনলাইনে খুঁজে নিন ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ।  
জাতীয় সংসদ নির্বাচনে আপনার ভোটকেন্দ্র অনলাইনে খুঁজে নিতে পারবেন। জেনে নিতে পারেন কোন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। অনলাইনে ভোটকেন্দ্রের তথ্য জানতে (https://services.nidw.gov.bd/voter_center) ঠিকানায় প্রবেশ করতে হবে।
নির্ধারিত স্থানে প্রথমে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিতে হবে। পরে জন্মতারিখ লিখতে হবে। এরপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো দিতে হবে। সর্বশেষ ‘ভোটার তথ্য দেখুন’ ট্যাবে ক্লিক করতে হবে।
নির্বাচন কমিশন-ডিজিটাল সেবা সঠিকভাবে সব তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করার পর স্ক্রিনে ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোটকেন্দ্র ও এনআইডি নম্বর ভেসে উঠবে।
যারা এখনো ভোটার স্লিপ হাতে পাননি তারা এস.এম.এস এর মাধ্যমে ভোট কেন্দ্রের নাম ও ভোটার সিরিয়াল নাম্বার জেনে নিতে পারেন????
????(NID) নাম্বার ১৭ অক্ষরের হলে PC NID নাম্বার টাইপ করে পাঠিয়ে দিন ১৬১০৩ নাম্বারে
????(NID) নাম্বার ১৩ অক্ষরের হলে PC লিখে Space দিয়ে NID নাম্বারের আগে ৪ অক্ষরের জন্ম সাল টাইপ করে পাঠিয়ে দিন ১৬১০৩ নাম্বারে

সাম্প্রতিক মন্তব্য