logo
news image

খাগড়াছড়ির দূর্গম ৩ কেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি।  ।  
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি ও দীঘিনালা উপজেলার দূর্গম ৩টি ভোট কেন্দ্রে হেলিকাপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম ও জনবল প্রেরণ করা হয়েছে।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ জাহিদ ইকবাল জানান, শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনায় “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় বাংলাদেশ সোনাবাহিন ৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর হেলিপ্যাড থেকে সেনা এভিয়েশনের হেলিকপ্টারের সহায়তায় দূর্গম শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফুত্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরন করা হয়েছে।
উপজেলার নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন সরোয়ার ইউসুফ জামালের নেতৃত্বে, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের সাথে নিয়ে নিবাচনী এসব সরঞ্জাম প্রেরণ করা হয়।
অন্যদিকে জেলার দীঘিনালা উপজেলার নাড়াইছড়িতে হেলিকপ্টার যোগে নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়।
শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুত্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৮৮৫ জন।

সাম্প্রতিক মন্তব্য

Top