নাটোরে হোটেল ও মেসগুলোতে র্যাবের তল্লাশী
নিজস্ব প্রতিবেদক, নাটোর। ।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা নিরবিচ্ছিন্নরাখতে নাটোরে বিভিন্ন আবাসিক হোটেল, ছাত্রাবাস ও বিভিন্ন গুরুত্বপুর্ন ম্যাসগুলোতে র্যাবের তল্লাশী শুরু হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে এই তল্লাশী অভিযান শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে গতরাতে শহরের বেশ কয়েকটি এলাকার বিভিন্ন আবাশিক হোটেলসহ ছাত্রাবাস ও ম্যাসগুলোতে অভিযান চালিয়ে সেখানে রাত্রী যাপন করা সদস্যদের তল্লাশী করা হয়। র্যাব–৫ এর সিপিসি ২ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরিয়ার ওস্কট কমান্ডার এএসপি আজমল হোসেনের নেতৃত্বে এইঅভিযান পরিচালনা হয়। পরবর্তিতে জেলার সকল আবাসিক হোটেলগুলোতে এই অভিযান অব্যাহত থাকবে।
সাম্প্রতিক মন্তব্য